Home / জাতীয় / টানা ১৯ দিনের ছুটির ফাঁদে দেশ, খোলা থাকবে ব্যাংক

টানা ১৯ দিনের ছুটির ফাঁদে দেশ, খোলা থাকবে ব্যাংক

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে তৈরি পোশাক শ্রমিকদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতাদি পরিশোধের সুবিধার্থে ঢাকা মহানগরীসহ কিছু এলাকায় খোলা থাকবে ব্যাংক।

মঙ্গলবার থেকে ঈদের ছুটি শুরু হলেও ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের পশুর হাট সংলগ্ন ব্যাংকগুলোর শাখা-উপশাখা সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকছে।

এছাড়া লেনদেনের সুবিধার্থে আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত তৈরি পোশাকশিল্প সংশ্লিষ্ট শাখাগুলো খোলা থাকবে।

এদিন ব্যাংকে সকাল ১০টা থেকে বেলা দুইটা পর্যন্ত লেনদেন করা যাবে। এছাড়া কঠোর লকডাউন চলাকালে আগামী ২৫ জুলাই (রবিবার) থেকে ৫ আগস্ট পর্যন্ত সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত লেনদেন করা যাবে। লেনদেন পরবর্তী সময়ের কাজ গোছানোর জন্য ব্যাংক খোলা রাখা যাবে দুপুর ৩টা পর্যন্ত।

এদিকে ঈদুল আজহা উপলক্ষে এবং পরবর্তী করোনা বিধিনিষিধে কার্যত টানা ১৯ দিনের ছুটিতে পড়ছে দেশ। ঈদের ছুটি, সাপ্তাহিক ছুটি এবং করোনাভাইরাস সংক্রমণ রোধে ঘোষিত বিধিনিষিধে দুই সপ্তাহের বেশি বন্ধ থাকবে অফিস, গণপরিবহন ও শপিং মল।

আগামীকাল বুধবার পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। অর্থাৎ ঈদের তিন দিন (২০, ২১ ও ২২ জুলাই) ছুটি। এরপর ২৩ ও ২৪ জুলাই সাপ্তাহিক (শুক্র ও শনিবার) ছুটি। ফলে ঈদের ছুটি মিলে টানা পাঁচ দিনের ছুটি সবাই পাচ্ছেন।

Check Also

মোটা বেতনে একাধিক এনজিওতে চাকরি, আবেদন করুন আজই

বর্তমান কোভিড পরিস্থিতি ও রোহিঙ্গা ক্যাম্পের জন্য একাধিক এনজিও প্রতিষ্ঠান কর্মী নিয়োগ দেবে। আগ্রহীরা ঘরে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *